SciTech

প্রেমের দেবী ঝলমল করবে আকাশে, কখন কীভাবে দেখা যাবে

ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাস বলা হয়। বসন্তের স্পর্শে সেই প্রেমের মাসেই এবার আকাশে নজর কাড়বে প্রেমের দেবী। কখন কীভাবে দেখা যাবে।

Published by
News Desk

ফেব্রুয়ারি মানেই প্রেমের পরশ। বসন্তের স্পর্শে মনে প্রেমের ছোঁয়া। এই সময় আকাশেও উজ্জ্বল হয়ে ওঠেন প্রেমের দেবী। রোমান পুরাণে প্রেম, সৌন্দর্যের দেবী হলেন ভেনাস। প্রেমের মাসে সেই ভেনাস পৃথিবীর খুব কাছে চলে আসে।

সৌরমণ্ডলে ভেনাস হল শুক্রগ্রহ। শুক্রগ্রহ ফেব্রুয়ারি মাসে পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। তবে পূর্ণ গোলক হিসাবে নয়। তাতে কি! শুক্রগ্রহ পৃথিবীর খুব কাছে থাকার ফলে তা আকাশে ঝলমল করতে থাকে।

ফেব্রুয়ারি মাস জুড়েই সন্ধে নামার পর ঝলমল করতে থাকা শুক্রগ্রহ পশ্চিম আকাশে নজর কাড়ে। জানুয়ারির শেষ থেকে শুরু করে মার্চ মাসের শুরু পর্যন্ত শুক্রগ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করছে।

তাই তাকে অনেক বেশি উজ্জ্বল অবস্থায় দেখার সুযোগ পাবেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। এ যেন প্রেমের মাসে প্রেমের দেবীর পৃথিবীর কাছে চলে আসা।

মার্চ মাসের পর থেকে ক্রমে শুক্র অনুজ্জ্বল হতে থাকে। পৃথিবী থেকে তার দূরত্ব বাড়তে থাকে। তাই শুক্র পূর্ণভাবে দৃশ্যত যখন হয় তখন তা অত উজ্জ্বল লাগে না যতটা ফেব্রুয়ারি মাসে তার খণ্ড দৃশ্যে উজ্জ্বল হয়।

এই মাস জুড়েই সন্ধে নামার পর পশ্চিম আকাশে তাকালে অনেক বড় ও উজ্জ্বল হয়ে ধরা দেবে শুক্রগ্রহ। খালি চোখে দেখা গেলেও খুব ভাল করে শুক্রের ঔজ্জ্বল্য দেখতে হলে একটি টেলিস্কোপে নজর রাখলে ভাল।

তাই সবে ফেব্রুয়ারি শুরু হয়েছে। সারা মাস জুড়ে সন্ধে নামার পর নিশ্চিন্তে শুক্রকে দুচোখ ভরে দেখার সুযোগ কাজে লাগাতে পারেন।

Share
Published by
News Desk

Recent Posts