SciTech

আকাশে এবার কালো চাঁদ, কখন কীভাবে দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময়

আকাশে নিজের জায়গা করে নেবে কালো চাঁদ। যা এককথায় অতি বিরল। এই মহাজাগতিক বিস্ময় দিয়েই শেষ হবে ২০২৪ সাল।

Published by
News Desk

আকাশে চাঁদ তো সকলেই দেখেছেন। একটু লালচে চাঁদ, একটু বেশিই উজ্জ্বল চাঁদ, এমন নানা রূপেও চাঁদ ধার দিয়েছে মানুষের চোখে। কিন্তু কালো চাঁদ কথাটা হয়তো অনেকের কাছেই বিশেষ পরিচিত নয়।

এমন কি নীল চাঁদ বা ব্লু মুন কথাটাও যতটা পরিচিত, ব্ল্যাক মুন অতটাও পরিচিত শব্দ নয়। বিরল এই মহাজাগতিক ঘটনা কিন্তু ঘটতে চলেছে।

আমেরিকায় কালো চাঁদ আকাশে নিজের জায়গা করে নেবে ৩০ ডিসেম্বর সন্ধেয়। তবে এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় এই চাঁদ অবস্থান করবে ৩১ ডিসেম্বর ভোর রাতে।

এখন প্রশ্ন হল কালো চাঁদ কি? প্রতিমাসে একবার পূর্ণিমা ও একবার অমাবস্যা দেখেই সকলে অভ্যস্ত। তবে কখনও কখনও এক মাসে ২টি পূর্ণিমা পড়ে যায়। তখন দ্বিতীয় পূর্ণিমাকে বলা হয় ব্লু মুন বা নীল চাঁদ। যদিও তা আদপে নীল হয়না।

পূর্ণিমার মতই অমাবস্যাও কদিচ কখনও মাসে ২ বার পড়ে যায়। যে মাসে ২ বার অমাবস্যা পড়ে সেবার দ্বিতীয় অমাবস্যা কালো চাঁদ নামে বিখ্যাত।

যাঁরা ভাবছেন এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করবেন, তাঁরা হতাশ হবেন এটা জেনে যে এ চাঁদ আকাশে মোটেও দেখা যাবেনা। অমাবস্যায় চাঁদ তো দেখা যায়না। তাই এক্ষেত্রেও দেখা যাবেনা।

তবে অমাবস্যার অন্ধকারে অন্য গ্রহ, নক্ষত্র এমনকি বহু দূরের নক্ষত্রপুঞ্জও খুব ভালোভাবে ধরা দেয়। তবে তার জন্য শক্তিশালী বাইনোকুলার বা টেলিস্কোপ প্রয়োজন।

Share
Published by
News Desk
Tags: Earth

Recent Posts