SciTech

মানুষের ভুলে ৮০ সেন্টিমিটার কাত হয়ে গেল পৃথিবী

মানুষের একটা ভুলে কাত হয়ে গেল পৃথিবীর অক্ষ। যার ফল কিন্তু খুব একটা সদর্থক নয় বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

পৃথিবীর একটি কক্ষ রয়েছে। সেই কক্ষকে কেন্দ্র করে ঘুরছে সে। সেই কক্ষটাই এবার কাত হয়ে গেছে। তাও আবার একটু আধটু নয়, একেবারে ৮০ সেন্টিমিটারের মত। এতটা কাত হয়ে যাওয়া বিজ্ঞানীরা মোটেও ভাল চোখে নিচ্ছেন না। কেন এমনটা হল?

এর জন্য ২টি কারণকে সামনে রাখছেন বিজ্ঞানীরা। একটি হল বায়ুমণ্ডলের পরিবর্তন। দ্বিতীয় কারণ একেবারেই মানুষের ভুলে হয়েছে। লাগাতার পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে মাটির তলার জল তুলে তা কাজে লাগানো হয়েছে তার ফল ভুগতে হচ্ছে পৃথিবীকে। তা তার কক্ষে প্রায় ৮০ সেন্টিমিটার বা ৩১.৫ ইঞ্চি কাত হয়ে গেছে।

মাটির তলা থেকে জল তুলে নেওয়া কার্যত এক অশনিসংকেতের কথাই জানান দিচ্ছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার জার্নালে এই বিষয়টি প্রকাশিত হয়েছে। পৃথিবীর ঘূর্ণায়মান মেরুর ব্যাপক পরিবর্তন হয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

পৃথিবী তার কক্ষে কাত হয়ে যাওয়ায় কি হতে পারে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। ফলে চিন্তার কারণ রয়েছে। সমুদ্রের জলস্তর বৃদ্ধি যে কোনও প্রলয়ের কারণ হতে পারে।

পৃথিবীকে তার কক্ষে ঘোরানোয় জলের একটা বড় ভূমিকা রয়েছে। মাটির তলার জল যেমন সেখানে বড় ভূমিকা পালন করে, তেমনই হিমবাহ বা জমে থাকা বরফের স্তরও বড় ভূমিকা পালন করে।

মাটির তলার জল তুলে নেওয়া যেমন চিন্তার কারণ, তেমনই গলতে থাকা বরফও এই কাত হয়ে যাওয়ার ক্ষেত্রে বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Share
Published by
News Desk
Tags: Earth

Recent Posts