SciTech

আকাশে ঝলমল করবে স্ট্রবেরি চাঁদ, কবে, কখন দেখা যাবে এই বিরল দৃশ্য

মহাকাশের বুকে কত কিছুই তো ঘটে। যেমন এবার পৃথিবীর মানুষ দেখতে চলেছেন স্ট্রবেরি চাঁদ। আর সামান্য সময়ের অপেক্ষা। তারপরই দেখা যাবে এই বিরল দৃশ্য।

Published by
News Desk

চাঁদ তো অমাবস্যার রাত বাদ দিলে প্রতিদিনই নজরে পড়ে। কিন্তু স্ট্রবেরি চাঁদ তো পড়েনা। এবার সকলে দেখতে পাবেন স্ট্রবেরি চাঁদ। চাঁদের এই বিরল রূপ দেখা যেতে আর সামান্য সময়ের অপেক্ষা। তারপরই সন্ধের আকাশে দেখা যাবে স্ট্রবেরি চাঁদকে। যাঁরা এই সব বিরল মুহুর্ত চর্মচক্ষে দেখতে চান তাঁদের জন্য এ এক দারুণ মুহুর্ত।

স্ট্রবেরি চাঁদ দেখা যেতে চলেছে ২১ জুন। সন্ধে রাতের আকাশে চাঁদ ধরা দিতে চলেছে স্ট্রবেরি চাঁদ হয়ে। যা খালি চোখেই দেখা যাবে। আকাশের বুকে জুন মাসে যে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যায় তাকে স্ট্রবেরি চাঁদ বলে।

এইসময় চাঁদ পৃথিবীর অপেক্ষাকৃত কাছে অবস্থান করে। তাই তাকে অনেক বেশি উজ্জ্বল লাগে। কিছুটা বড়ও লাগে। ফলে এক ঝলমলে উজ্জ্বল চাঁদ ধরা দিতে চলেছে আকাশের বুকে। যা সারাবছরে এভাবে দেখা যায়না। কারণ চাঁদ ক্রমে অপেক্ষাকৃত দূরে অবস্থান করে।

ফলে তার ঔজ্জ্বল্য এভাবে ধরা পড়েনা। তবে চাঁদের রংয়ের সঙ্গে স্ট্রবেরির রং মেলে বলে ভাববেন না। এটা একটা নাম। যা আমেরিকার কৃষকরা দিয়েছিলেন।

তাঁরা এই চাঁদকে স্ট্রবেরি চাঁদ বলতেন যাতে তাঁদের মনে থাকে এই সময় হয়ে গেছে। এবার পাকা স্ট্রবেরিগুলি তুলে ফেলতে হবে গাছ থেকে।

এজন্য তাঁরা এই পূর্ণিমার চাঁদকে স্ট্রবেরি চাঁদ বলতে শুরু করেন। নিজেদের যাতে এই চাঁদের দিকে নজর গেলেই ফল ঘরে তোলা কথা মনে পড়ে যায়।

Share
Published by
News Desk
Tags: Earth

Recent Posts