পৃথিবী, প্রতীকী ছবি
পৃথিবী তার নিজের কক্ষে ঘুরছে। আবার সূর্যকেও প্রদক্ষিণ করছে। যার ওপর দিনরাত নির্ভর করে। বছরের বিভিন্ন সময়ে দিন রাতের সময় বিভিন্ন হতে থাকে। কখনও দিন বড় রাত ছোট, তো কখনও রাত বড় দিন ছোট।
রাত বড় হয় সাধারণত শীতে। আর দিন বড় হয় সাধারণত গ্রীষ্মে। বছরের একটা দিন হয় যেদিনটা সবচেয়ে বড় দিন হয়। যদিও সেই দিনটি বিশ্বর সব প্রান্তে একটাই দিনে হয়না। ভারতে সেই দিনটা পড়েছে ২১ জুন। যাকে উত্তর অয়নান্ত বলা হয়।
এ দিন সূর্য ওঠে যত তাড়াতাড়ি, অস্তও যায় ততটাই দেরি করে। প্রতিবছরই জুনের ২০ থেকে ২২ তারিখের মধ্যে এই দিনটি পড়ে। এদিন উত্তরায়ণ শেষ করে সূর্য তার দক্ষিণায়ন শুরু করে। এটি এমন একটা দিন যেদিন সূর্য পৃথিবীর নিরক্ষরেখা থেকে সবচেয়ে দূরে অবস্থান করে।
বিভিন্ন দেশে এই দিনটি বিশেষভাবে পালন করার রীতিও রয়েছে। ভারতেও নানা প্রান্তে দিনটি বিশেষভাবে পালিত হয়। ভারতে এই সময় গ্রীষ্মকাল প্রায় শেষ এবং বর্ষাকালের শুরু হলেও আদপে এই দিনটিকেই বিশ্বের বিভিন্ন অংশে গ্রীষ্মের শুরু বলে ধরা হয়ে থাকে।
বিভিন্ন শীত প্রধান দেশে এই গ্রীষ্মকালের শুরুর দিনকে উৎসবের মধ্যে দিয়ে পালন করার রীতি আছে। এই দিনটি এমন একটা দিন যেদিন উত্তর মেরুতে ২৪ ঘণ্টাই সূর্যালোক থাকে।