SciTech

গাড়িতে চড়ে মহাকাশে পৌঁছতে বেশিক্ষণ লাগেনা, কতক্ষণ লাগবে জানেন

কেউ যদি গাড়িতে চেপে একটি বিশেষ গতিতে মহাকাশে পৌঁছতে চান তাহলে পৃথিবীর গণ্ডি পার করতে তাঁর অল্প সময় লাগবে। কতক্ষণ লাগবে জানলে বিস্ময় জাগবে।

Published by
News Desk

পৃথিবী থেকে গাড়ি নিয়ে যাত্রা করে পৃথিবীর গণ্ডি পার করে মহাকাশে বা আউটার স্পেসে পৌঁছনোটা অবাস্তব। উল্লম্বভাবে একটি গাড়িকে হাওয়ার মধ্যে দিয়ে ছুটে যেতে হবে আকাশের পানে। যেমন ভাবে একটি রকেট ছোটে। কিন্তু গাড়ি তো আর শূন্যে এভাবে চালানো যায়না।

কিন্তু যদি বিষয়টি কল্পনা করা যায় তাহলে বিষয়টি বিস্ময়কর। বেশ মজাদারও। সবচেয়ে অবাক করা হল সময়টা। যে সময়ের মধ্যে গাড়িটি মহাকাশে পৌঁছে যাবে সেই সময়টা।

একটি গাড়ি যদি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আকাশের দিকে ছুটতে থাকে তাহলেই হবে। তার মানে গাড়ির গতিও খুব বেশি রাখার দরকার নেই। এবার গাড়িটি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সোজা মহাকাশের পানে ছুটতে থাকলে মাত্র ১ ঘণ্টায় সে পৌঁছে যাবে মহাকাশে।

পৃথিবী ও মহাকাশের যে সীমানা রয়েছে তা রয়েছে ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার উপরে। সেই স্থান পার করলে তারপরই শুরু হয়ে যায় আউটার স্পেস।

আর গাড়ি যদি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বিনা বাধায় উল্লম্বভাবে মহাকাশের উদ্দেশে যেতে থাকে তাহলে তার ঠিক ১ ঘণ্টাই লাগছে মহাকাশে পৌঁছে যেতে।

যদিও বাস্তবে এমনটা সম্ভব নয়। তবে হিসাবটি বেশ চমকপ্রদ। যে মহাকাশ আজও অগুন্তি রহস্যে ঢাকা সেই মহাকাশে গাড়ি নিয়ে পৌঁছে যেতে মাত্র ১ ঘণ্টা লাগবে এটা মহাকাশ নিয়ে উৎসাহীদের আরও বেশি অবাক করে।

Share
Published by
News Desk
Tags: Earth

Recent Posts