Categories: World

রান্নাঘরের ছুরিতে মায়ের পেট কেটে ভ্রূণ হত্যা

Published by
News Desk

রান্নাঘরের ছুরি দিয়ে মায়ের পেট কেটে ৭ মাসের ভ্রূণকে হত্যার চেষ্টার অপরাধে ১০০ বছরের কারাদণ্ডের সাজা হল এক মধ্যবয়সী মহিলার। ডানেল লেন নামে ৩৫ বছরের ওই মহিলাকে সাজা শোনায় কলোরাডোর একটি আদালত। ঘটনাটি ঘটে গত বছর। ডানেল একটি বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিল সে ছোট্ট শিশুদের জামাকাপড় বিক্রি করে। কেউ তা কিনতে চাইলে তার বাড়িতে আসতে হবে। সেই বিজ্ঞাপন পড়ে ডানেলের বাড়িতে হাজির হন ৭ মাসের সন্তানসম্ভবা মিশেল উইলকিনস। অভিযোগ ঘরে এনে বসানোর পরই ডানেল রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে মিশেলের পেট কেটে শিশুটিকে বার করার চেষ্টা করে। পরে মৃত শিশুটিকে নিয়ে হাসপাতালে গিয়ে ডানেল দাবি করে শিশুটির অপারেশনের সময় শিশুটির মৃত্যু হয়েছে। তখনই চিকিৎসকদের সন্দেহ হয়। খবর যায় পুলিশে। পুলিশ তাকে গ্রেফতার করে।

Share
Published by
News Desk