Entertainment

গুরুতর অসুস্থ দ্বিজেন মুখোপাধ্যায়, ভর্তি এসএসকেএম-এ

Published by
News Desk

ফুসফুসে সংক্রমণ নিয়ে প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়কে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। তাঁকে আইটিইউ-তে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। শনিবার বেলার দিকে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা।

দ্বিজেন মুখোপাধ্যায়ের বয়স এখন ৯০ বছর। এই বয়সে তিনি কতটা চিকিৎসায় সাড়া দেবেন তা নিয়ে শঙ্কায় চিকিৎসকেরা। তবে সবরকমভাবে শিল্পীকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন তাঁরা। কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সুস্থ হয়ে বাড়িও ফেরেন। ফের শনিবার বাড়াবাড়ি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন বাড়ির লোকজন।

Share
Published by
News Desk

Recent Posts