Entertainment

প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়

Published by
News Desk

বাংলা সঙ্গীত জগতে নক্ষত্র পতন। চলে গেলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। কিডনির সমস্যায় ভুগছিলেন। সোমবার সল্টলেকে নিজের বাড়িতে দুপুর ২টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে।

বাংলা গানের জগতে দ্বিজেন মুখোপাধ্যায় হয়তো চিরদিন বেঁচে থাকবেন। তাঁর গলা আরও বহুকাল মানুষকে আনন্দ দেবে। সঙ্গীতের শিক্ষানবিশদের শিক্ষিত করবে। ২০১০ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে রবীন্দ্রসংগীত থেকে আধুনিক, সব ধরণের গানই তিনি গেয়েছেন। হিন্দিতেও তাঁর গাওয়া বেশ কয়েকটি গান রয়েছে। বাঙালির মনে চিরকালীন হয়ে থাকা মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী-তে দ্বিজেন মুখোপাধ্যায়ের গলায় ‘জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিনী’ চিরকাল বাঙালির মননে অমর হয়ে থাকবে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ সরকারের চালু করা বঙ্গ সম্মানের বঙ্গবিভূষণ সম্মানেও তাঁকে সম্মানিত করা হয়।

Share
Published by
News Desk

Recent Posts