Categories: Kolkata

চতুর্থীতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল

Published by
News Desk

বিকেল গড়িয়ে যতই সন্ধে নেমেছে ততই রাস্তায় মানুষের ঢল নেমেছে। বহু মানুষই পায়ে পায়ে ঢুকে পড়েছেন বিভিন্ন মণ্ডপে। এখন চতুর্থী থেকেই ঠাকুর দেখা শুরু করে দেন অনেকে। আর তা যে ক্রমশ বাড়ছে তা বুধবারের বিকেল সন্ধেটা দেখলেই পরিস্কার হয়ে যাবে সকলের কাছে। ইতিমধ্যেই বহু পুজোর উদ্বোধন সম্পূর্ণ। ফলে ভিড় এড়িয়ে পছন্দের প্যান্ডেলগুলো ঘুরে ফেলার জন্য চতুর্থীটাকে বেছে নিয়েছিলেন অনেকেই। যার ফলে বুধবার সন্ধেয় তিলোত্তমার বুকে পুরোদমে লেগে গেল পুজোর হাওয়া।

এদিকে মানুষের ঢল সামলে ‌যানচলাচল স্বাভাবিক রাখতে বুধবার বিকেল থেকেই মহানগরের রাস্তায় চোখে পড়েছে পুলিশি তৎপরতা। পুলিশের চেষ্টায় ‌যানচলাচলও থেকেছে অনেকটাই স্বাভাবিক।

Share
Published by
News Desk
Tags: Durga Puja