ফাইল : সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃপ্রতিমা, ছবি - আইএএনএস
কলকাতার নানা প্রান্তের নামকরা পুজো রয়েছে। এসব পুজোর নামডাক তাদের সাজসজ্জার জন্য। চোখ ধাঁধানো প্যান্ডেল, নতুন নতুন ভাবনা, অপরূপ সব শিল্পকীর্তি নজর কেড়ে নেয়।
ফলে বহু মানুষ সেখানে হাজির হন প্যান্ডেল থেকে প্রতিমা, আলোকসজ্জা থেকে সৃজনশীল ভাবনা প্রত্যক্ষ করতে। কলকাতার কয়েকটি এমন পুজো রয়েছে যেখানে প্রতিবছরই মানুষের ঢল নামে।
এমনই এক পুজো কমিটি এবার তাদের পুজোর থিম করল অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার এই বীরত্বের কাহিনি এই প্যান্ডেলে জায়গা পেতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন পুজো কমিটির কর্তা সজল ঘোষ। যিনি বিজেপি নেতাও।
কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষের এই পুজো প্রতিবছরই চমক দেয়। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজো বলেই পরিচিত কলকাতার এই পুজোয় ২০২৩ সালে থিম হয়েছিল রাম মন্দির।
সমসাময়িক কোনও ঘটনাকে তুলে ধরার চেষ্টা এর আগেও দেখা গেছে লেবুতলা পার্কের পুজোয়। এবার সেই ধারা বজায় রেখে তারা অপারেশন সিঁদুরকে থিম বানাল। যে কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন সজল ঘোষ।
ফলে বর্ষার শুরুতেই দুর্গাপুজো চর্চায় চলে এল। আসন্ন দুর্গাপুজোয় এবার যে থিম অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে লেবুতলা পার্কের পুজোয় ফের মানুষের ঢল নামতে চলেছে সে বিষয়ে নিশ্চিত অনেকেই।