World

এখানেও প্যান্ডেল বেঁধে দুর্গাপুজো সম্ভব, ইতিহাস লিখে করে দেখালেন বাঙালিরা

এটাও যে দেখার সুযোগ হবে তা অনেক বাঙালিই ভাবতে পারেননা। কিন্তু সেখানেই প্যান্ডেল বেঁধে দুর্গাপুজো হল। ২০২৪ সাল বাঙালির ইতিহাসের পাতায় জায়গা করে নিল।

Published by
News Desk

বাঁধা হল প্যান্ডেল। সেখানেই বসানো হল এক চালচিত্রের সাবেকি প্রতিমা। হল দুর্গাপুজো। এও যে জীবনে দেখার সুযোগ হবে তা অনেক বাঙালিই ভাবতে পারেননি। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাংলায় দুর্গাপুজোর উদ্দীপনা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আবার ভারতের বিভিন্ন প্রান্তেও দুর্গাপুজো হয়।

সেখানে বসবাসকারী বাঙালিরা সে পুজোর আয়োজন করেন। বিদেশের বিভিন্ন জায়গাতেও বাঙালিরা দুর্গাপুজো করে থাকেন। সে ইংল্যান্ড হোক বা আমেরিকা বা অন্য কোনও দেশ।

আমেরিকায় বসবাসকারী বাঙালিরা দুর্গাপুজো করেন। সেখানে অধিকাংশ ক্ষেত্রেই একটি কমিউনিটি হল ভাড়া নিয়ে সেখানে পুজো হয়। এবার কিন্তু আমেরিকায় ইতিহাস রচনা হল।

এবার প্রথম নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে দুর্গাপুজো হল। টাইমস স্কোয়ারে বাঁধা হল প্যান্ডেল। একচালার সাবেকি প্রতিমা পুজোও হল। নবমী পুজো হল। পুষ্পাঞ্জলি হল। আবার সিঁদুর খেলাও হল। ২ দিনের দুর্গাপুজো উপলক্ষে সেজে উঠেছিল টাইমস স্কোয়ার।

দ্যা বেঙ্গলি ক্লাব ইউএসএ এই পুজোর আয়োজন করেছিল। টাইমস স্কোয়ারে এভাবে যে পুজোর অনুমতি মিলতে পারে তা সত্যিই বাঙালিদের কাছে অত্যন্ত গর্বের।

আমেরিকার নিউ ইয়র্কে বসবাসকারী বাঙালিদের ভিড় উপচে পড়েছিল টাইমস স্কোয়ারে। নানা অনুষ্ঠানও হয়। বাংলা গানে মুখরিত ছিল গোটা চত্বর।

টাইমস স্কোয়ার দিয়ে যাতায়াতের সময় সে দেশের অনেক মানুষও এই পুজো দেখতে থমকে দাঁড়ান। কিছুটা সময় কাটান। অনেকে যোগ দেন এই পুজোকে ঘিরে আনন্দ উৎসবে।

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্যান্ডেল বেঁধে দুর্গাপুজো এক ইতিহাস রচনা করল। ২০২৪ সাল বাঙালির দুর্গাপুজোর ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করল। এই পুজোর নানা মুহুর্তের ছবি এখন ইন্টারনেটে হুহু করে ছড়াচ্ছে।

Share
Published by
News Desk