রাঁচির একটি মণ্ডপে মহাষ্টমীতে কুমারী পুজো, ছবি - আইএএনএস
বিজয়াদশমী মানে অনেকেরই চোখ জলে ভরে ওঠে। মনের মধ্যে বেজে ওঠে বিষাদের সুর। বিচ্ছেদের যন্ত্রণা। এত আনন্দ, এত আয়োজন, এত আলো, হাসি ঠাট্টা, পুজো, ভোগ, আড্ডা সব কিছুর ইতি। তবে আনন্দ ফিরে আসে। বছর ঘুরলে ফের দুর্গাপুজো। ফের কটা দিন সব ভুলে আনন্দে মেতে ওঠার পালা।
আগামী বছর কিন্তু এবারের মত এতটা দেরিতে পুজো নয়। বরং তার বেশ কয়েকদিন আগেই হবে পুজো। মহালয়া দিয়েই শুরু করা যাক।
২০২৪ সালে মহালয়ায় কিন্তু ছুটি হাতছাড়া হবে। কারণ মহালয়া পড়েছে ২ অক্টোবর। ওইদিন গান্ধী জয়ন্তী উপলক্ষে এমনিতেই ছুটি। ফলে মহালয়ার ছুটি নষ্ট।
দুর্গাপুজোর মহাষষ্ঠী ৯ অক্টোবর। এরপর বৃহস্পতিবার ১০ অক্টোবর মহাসপ্তমী, শুক্রবার ১১ অক্টোবর মহাষ্টমী, শনিবার ১২ অক্টোবর মহানবমী এবং রবিবার ১৩ অক্টোবর বিজয়াদশমী।
ফলে এবারের তুলনায় বেশ কিছুদিন আগেই শেষ হবে দুর্গাপুজো। আর সেভাবে ভাবলে ৩৬৫ দিনের অপেক্ষাও বেশ কটা দিন কমে যাচ্ছে।
তবে তার আগে এবারের বিজয়াদশমী সহ আগামী লক্ষ্মীপুজোর আনন্দে নিয়ে ভাবাই ভাল। তারপরই রয়েছে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি। সে আনন্দও কম নয়।
এভাবে দিন কেটে যাবে। ফের আসবে দুর্গাপুজো। ফের মেতে উঠবে বাঙালি। আর এখন থেকেই দিনক্ষণ সব জানা থাকলে পরিকল্পনাটাও অনেক আগে থেকেই করে ফেলা যায় আগামী বছরের জন্য।