Kolkata

সপ্তমীর সন্ধেয় রেকর্ড ভিড়, কলকাতার রাস্তায় জনজোয়ার

Published by
News Desk

অষ্টমী বা নবমীর রাতে যে প্রবল ভিড় কলকাতার রাস্তায় চোখে পড়ে, সেই ভিড় সপ্তমীতেই নজর কাড়ল। মহাষষ্ঠীর রাতই বুঝিয়ে দিয়েছিল ভিড় রেকর্ড ভাঙছে। আর সপ্তমীর বিকেল নামার পর থেকেই কলকাতার রাস্তায় জনজোয়ার। মানুষের মাথা আর মাথা। যত রাত বেড়েছে মানুষের ভিড় বেড়েছে। যেসব নামকরা প্যান্ডেল শহরের বিভিন্ন কোণায় তৈরি হয়েছে সেসব প্যান্ডেলে বাঁধ ভাঙা ভিড়। সপ্তমীর রাতে এমন অবস্থা দাঁড়ায় যে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় টালা প্রত্যয়ের প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ। যেমন দক্ষিণ কলকাতা তেমনই উত্তর। শহরের ২ প্রান্তেই ভিড় রাতকে হার মানিয়েছে। রাত ১২টাতেও মনে হয়েছে সন্ধেবেলা।

মধ্য কলকাতার লেবুতলা পার্ক বা কলেজ স্কোয়ার বা মহম্মদ আলি পার্কেও ভিড় দেখার মত। ভিড় পূর্ব কলকাতার পুজো মণ্ডপগুলিতেও। অন্যদিকে কলকাতার উত্তরপ্রান্তে বরানগরের লোল্যান্ড, ভোরের আলো সংঘ বা বন্ধুদলের পুজোয় ছিল উপচে পড়া ভিড়। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে উদ্যোক্তাদের। এবার সিঁথির মোড়ের কাছে ভোরের আলো সংঘের বিষয় ভাবনায় সংবাদ মাধ্যমের ছোঁয়া। খবরের আগ্নেয়গিরি হল প্যান্ডেল। এমন এক অভিনব ভাবনা চাক্ষুষ করতে মানুষের ঢল এদিন সন্ধের পর থেকে বাঁধ ভেঙেছে।

মহাসপ্তমীতে শহরে পুজো কিন্তু এখন মধ্যগগনে। প্রবল ভিড় শহরের সর্বত্র। ভাল আবহাওয়া যেন মানুষজনকে ঠাকুর দেখার উৎসাহ দ্বি‌গুণ করে দিয়েছে।

Share
Published by
News Desk