Kolkata

যৌনকর্মীদের অধিকারের কথা তুলে ধরছে প্যান্ডেলের সামনের গ্রাফিতি

Published by
News Desk

৩০০ ফুট রাস্তা। আর সেই রাস্তার ওপর রং তুলির অভিনব চিত্র। যেখানে পর্যায়ক্রমে উঠে এসেছে যৌনকর্মীদের জীবনের কথা। উত্তর কলকাতার আহিরীটোলার প্যান্ডেলের সামনের রাস্তা জুড়ে এই গ্রাফিতি চমকে দিয়েছে বহু মানুষকে। সোনাগাছির যৌনকর্মীদের অকথিত কাহিনিকে উৎসর্গ করা হয়েছে এই গ্রাফিতি। ৩ মহিলাকে জানালার পাশ থেকে উঁকি দেওয়া থেকে আঁকার শুরু। এরপর ধাপে ধাপে এক যৌন কর্মীর জীবনের বিভিন্ন পরত উঠেছে এসেছে গ্রাফিতিতে।

শিল্পীরা ব্যস্ত রাস্তার ওপর গ্রাফিতিকে পূর্ণ রূপ দিতে, ছবি – আইএএনএস
রাস্তার ওপর আঁকা আলপনার এরিয়াল ভিউ, ছবি – আইএএনএস
একটু কাছে থেকে দেখে নেওয়া শিল্পীদের অনবদ্য সৃষ্টিকে, ছবি – আইএএনএস

এমন এক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে যৌনকর্মীদের নিয়ে কাজ করে চলা সমাজসেবী সংস্থা দুর্বার। গ্রাফিতিতে রংয়ের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপর থেকে এরিয়াল ভিউতে আরও সুস্পষ্টভাবে ফুটে উঠছে গোটা বিষয়।

এক ঝলকে বেশ কিছুটা আলপনার ছটা, ছবি – আইএএনএস
অসাধারণ শিল্পকীর্তিটি পরিপূর্ণতা পাওয়ার পর, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk