Kolkata

পুজোর আগে প্যান্ডেল ঘুরে দেখলেন নগরপাল

Published by
News Desk

দুর্গাপুজোর আগে বিভিন্ন পুজো প্যান্ডেলের সুরক্ষা বন্দোবস্ত ঘুরে দেখেন কলকাতার নগরপাল। এটা এক পুরনো রীতি। এবারও তার অন্যথা হল না। বৃহস্পতিবার বেশ কয়েকটি প্যান্ডেল ঘুরে দেখেন নগরপাল রাজীব কুমার। সঙ্গে ছিলেন অন্য পুলিশ আধিকারিকেরা। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথাও বলেন নগরপাল।

পুজোর উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত কলকাতার নগরপাল রাজীব কুমার, ছবি – আইএএনএস

পুজোর প্রস্তুতি নিয়ে তাঁর যদি কোথাও কিছু পরিবর্তন করার কথা বলার বলে মনে হয়েছে তো সে কথা উদ্যোক্তাদের বুঝিয়ে দেন তিনি। উদ্যোক্তারা সেই জায়গা ঠিকঠাক করে নেবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিন মহম্মদ আলি পার্ক সহ বেশ কিছু প্যান্ডেল ঘুরে দেখেন নগরপাল। ঘুরে দেখেন সুরক্ষা বন্দোবস্ত। প্যান্ডেলে ঢোকা বা বার হওয়ার পথ।

Share
Published by
News Desk