Kolkata

আজ পঞ্চমী, ভিড়ে অষ্টমী!

Published by
News Desk

আজ পঞ্চমী। রাত পোহালেই শুরু হবে তিথি মেনে মাতৃবন্দনা। তার আগে এখন পুজোর হিড়িকে উদ্বোধন প্রায় সম্পূর্ণ। গোটা শহর দ্বিতীয়া থেকেই রাস্তায় নামতে শুরু করেছে। যেখানেই ঠাকুর উদ্বোধন হয়ে যাচ্ছে, সেখানেই নামছে মানুষের ঢল। চতুর্থীর সন্ধেয় উত্তর থেকে দক্ষিণ, অনেক জায়গাতেই ভিড় উপচে পড়েছে। পঞ্চমীর দিন সেই ভিড় আরও বাড়ল।

সকাল থেকেই কলকাতার অনেক জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে। তার মধ্যেই বেলা বাড়তে মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়। পৌঁছে গেছেন পছন্দের প্যান্ডেলে। তবে সকাল থেকে ভিড়টা ছিল মূলত টিনএজার বা তরুণ-তরুণীদের। বিকেল নামতে সব বয়সের মানুষই রাস্তায় নেমে পড়েন। অনেক প্যান্ডেলে ভিড় দেখে বোঝা দায় হয়েছে এদিন আসলে পঞ্চমী না অষ্টমী! পঞ্চমীতেই ভিড় সামলাতে হিমসিম খাওয়ার জোগাড় হয়েছে উদ্যোক্তাদের। তবে পঞ্চমীতে কলকাতায় ভিড়োমিটার যে পারফর্মেন্স দেখাল, তাতে পুজোর দিনগুলোয় প্রাকৃতিক দুর্যোগ কিছু না হলে শহরের পুজোর ভিড়ের চেহারাটা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়।

Share
Published by
News Desk