World

সোশ্যাল মিডিয়ায় নাম কিনতে হাজার ফুট অট্টালিকা থেকে ঝুললেন মডেল তরুণী

Published by
News Desk

সোশ্যাল মিডিয়ায় নাম কেনার জন্য কতলোকে কিনা করে? তাবলে হাতের তালুতে মৃত্যুর হাতছানি নিয়ে ছবি তুলতে এই প্রথম দেখল বিশ্ব। দেখালেন রাশিয়ার ২৩ বছরের মডেল তরুণী ভিক্টোরিয়া ওদিন্তকোভা। ইন্সটাগ্রামে নাম কিনতে ক্যামেরাম্যানের পা ধরে ঝুলে পড়লেন ১ হাজার ফুট উঁচু বাড়ি থেকে! যেখান থেকে নিচের মানুষজন, গাড়িঘোড়া নেহাতই পিঁপড়ের মত দেখতে লাগে! কোনও সুরক্ষা বন্দোবস্ত নেই। নেই কোমরে বাঁধা দড়ি বা দুর্ঘটনা এড়াতে কোনও বন্দোবস্ত। সেই অবস্থায় নিছক এই রোমহর্ষক ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে নাম কিনতে দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা কেয়ন টাওয়ারের ছাদ থেকে ঝুলে পড়লেন। হাত ফস্কালেই নিশ্চিত মৃত্যু।

এই অবস্থায় তাঁর এই ছবি তোলা নিয়ে বিশ্ব জুড়ে রীতিমত শোরগোল পড়ে গেছে। অনেকেই তাঁকে বোকা বলে কটাক্ষ করেছেন। অনেকে আবার আরও একধাপ এগিয়ে পরামর্শের সুরে কটাক্ষ করে বলেছেন, পরেরবার এমন করতে গিয়ে মরে যেও, তাতে শেয়ারের সংখ্যা আরও বাড়বে!

Share
Published by
News Desk