Categories: World

বিমানের ক্র্যাশ ল্যান্ডিং,অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

Published by
News Desk

দুর্ঘটনার কবলে পড়ে ক্র্যাশ ল্যান্ডিং করল ১টি বিমান। ২৭৫ জন যাত্রীর সকলেই অক্ষত। তবে বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারতের তিরুবনন্তপুরম থেকে দুবাইগামী একটি এমিরেটসের বিমান এদিন দুবাই বিমানবন্দরে নামার আগেই দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীদের বাঁচাতে বিমানবন্দরেই ক্র্যাশল্যান্ডিং করেন পাইলট। দ্রুত ২৭৫ জন যাত্রী ও বিমানকর্মীদের বিমান থেকে বার করে আনা হয়। এদিকে ক্র্যাশল্যান্ডিংয়ের জেরে বিমানে আগুন ধরে যায়। রানওয়ের ওপরই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দর কর্মীরা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল দুবাই বিমানবন্দর।

Share
Published by
News Desk