World

প্রেমিকার দেহ নিয়ে গাড়িতে শহর ঘুরল প্রেমিক

Published by
News Desk

২৭ বছর বয়স। বিয়ে হয়েছিল। পরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদও হয়ে যায়। ওই যুবকের সঙ্গে অন্য এক তরুণীর সম্পর্কও গভীর থেকে গভীরতর হয়। এর মধ্যেই আবার ওই যুবক কোনওভাবে জানতে পারে যে তার প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গেও সম্পর্কে লিপ্ত। এটা মেনে নিতে পারেনি ওই যুবক। প্রেমিকাকে একদিন গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ে।

গাড়িতেই প্রেমিকার গলা কেটে দেয় ওই যুবক। সেখানেই শেষ নয়। এবার গাড়ির সামনের সিটে প্রেমিকার নিথর দেহকে বসিয়ে শুরু হয় নগর পরিক্রমা। দুবাই শহরটার একটা বড় অংশ চষে ফেলে সে। ৪৫ মিনিট ধরে চলে এই শহর পরিক্রমা। এরমধ্যে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে খাবারও কেনে সে। তারপর গাড়িতে ৪৫ মিনিট ঘোরার পর সোজা হাজির হয় পুলিশ স্টেশনে।

দুবাইয়ের পুলিশ স্টেশনে ঢুকে নিজের অপরাধের কথা স্বীকার করে সে। যুবক পুলিশ স্টেশনে প্রবেশ করতেই কর্তব্যরত পুলিশরা অবাক হয়ে যান। তার জামায় তখনও রক্তের দাগ ছিল। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনাটি ঘটেছে বেশ কিছুদিন আগেই। তবে জানাজানি হয়েছে গত রবিবার। যখন ওই যুবককে আদালতে ওই মামলায় পেশ করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Dubai

Recent Posts