World

আকাশ ছোঁয়ার রেকর্ডে নতুন পালক, যাত্রা শুরু বিশ্বের উচ্চতম হোটেলের

Published by
News Desk

দুবাই মানেই আকাশ ছোঁয়ার চেষ্টা। বিশ্বের উচ্চতম বাড়ি ‘বুর্জ খলিফা’-র জন্য আকাশ ছোঁয়ার চেষ্টায় দুবাইয়ের নাম অনেক আগেই সকলের জানা। সেই তালিকায় এতদিন দুবাইয়ের উচ্চতম হোটেল হিসাবে জেডব্লিউ ম্যারিয়ট মার্কুইজের নামও ছিল। কিন্তু রবিবার ম্যারিয়টকে ১ মিটারে হারিয়ে দিয়ে বিশ্বের সর্বোচ্চ হোটেলের শিরোপা‌র পালক মুকুটে পড়ল দুবাইয়েরই জেভোরা হোটেল।

রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়া এই হোটেলটিতে ৭৫টি তলা রয়েছে। উচ্চতা ৩৫৬ মিটার। এক মাইলের ৪ ভাগের এক ভাগ। এর আগে এত উঁচু হোটেল বিশ্বের মানুষ চোখে দেখেননি। সোমবার থেকেই শুরু হচ্ছে হোটেলের অতিথি আগমন। তার আগেই রেকর্ডের খাতায় নাম তুলে লাইমলাইটে চলে এল জেভোরা।

Share
Published by
News Desk