World

বিক্রি হয়ে গেল বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট, দাম শুনলে হতভম্ব হয়ে যাবেন

একটা গাড়ির নম্বর প্লেট। তার দাম যে এখানেও পৌঁছতে পারে তা কল্পনার অতীত। কিন্তু সেই অবিশ্বাস্য দামেই বিক্রি হল বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট।

Published by
News Desk

গাড়ি থাকলে তো নম্বর প্লেটও থাকবে। কারও গাড়ির নম্বর পেয়ে গেলে তিনি নম্বর প্লেট বানিয়ে নেন। এবার কিন্তু নিলামে উঠল বিশ্বের সেরা কয়েকটি নম্বর প্লেট। দুবাইতে সেই নিলাম অনুষ্ঠিত হল।

সেখানেই ‘পি৭’ নম্বরের নাম্বার প্লেটের দাম চড়তেই থাকে। আর দামের ওপর আরও দাম বলতেই থাকেন নিলামে অংশ নেওয়া মানুষজন। ফলে দাম ক্রমশ এমন জায়গায় পৌঁছয় যা স্বপ্নের অতীত। একটা গাড়ির নম্বর প্লেট যে এই দাম ছোঁবে তা অবিশ্বাস্য।

দুবাইতে হওয়া এই গাড়ির নম্বর প্লেটের নিলামে পি৭ নম্বরটির দাম ওঠে ৫৫ মিলিয়ন দিরহাম। যা ভারতীয় মুদ্রায় হয় ১২৩ কোটি টাকা!

অতি ধনীরা এখান তাঁদের গাড়ির নম্বর প্লেট এমন কিছু রাখতে চান যা দেখেই মানুষ বুঝতে পারেন যে ওই নম্বর সহজে পাওয়ার নয়। এমন নম্বর প্লেটের গাড়ি থাকা মানে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক সম্মানও বৃদ্ধি পাওয়া।

দুবাইতে হওয়া এই নিলামের মঞ্চ থেকে আরও বেশ কয়েকটি দুষ্প্রাপ্য নম্বর প্লেট এবং বেশ কয়েকটি দুষ্প্রাপ্য মোবাইল নম্বর নিলাম হয়। সেগুলিরও দাম ওঠে আকাশছোঁয়া। কেন এমন নিলাম হল?

নিছক ধনীদের বৈভব দেখানোর সুযোগ করে দেওয়াই নয়, এই নিলামের পিছনে ছিল একটি সৎ উদ্দেশ্যও। পবিত্র রমজান মাসে যাতে সকলের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা যায় তা মাথায় রেখেই এই নিলাম। যে অর্থ এই নিলাম থেকে উঠল তা এই খাদ্য সুরক্ষার পিছনেই খরচ হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts