Entertainment

সিনেমার পর্দায় কার সঙ্গে চুম্বন তাঁর সবচেয়ে পছন্দের, অকপটে জানালেন বিখ্যাত নায়িকা

সিনেমার পর্দায় অনেক নায়ক বা নায়িকা চরিত্রের প্রয়োজনে চুম্বনে লিপ্ত হন। কিন্তু কার সঙ্গে চুম্বন তাঁর সবচেয়ে পছন্দের তা এবার অকপটে জানিয়ে দিলেন চার্লির এক পরী।

Published by
News Desk

সিনেমার পর্দায় চুম্বনদৃশ্য কোনও নতুন কিছু নয়। দেশি বিদেশি সিনেমায় এমন দৃশ্য অজস্রবার ফিরে ফিরে এসেছে। নায়ক নায়িকাদের চুম্বনদৃশ্যে অভিনয়ও করতে হয়। সিনেমা বদলায়। নায়ক নায়িকা বদলায়। ফিরে আসে চুম্বনদৃশ্য।

তখন সেই নায়ক নায়িকা চুম্বনে লিপ্ত হন। কিন্তু সকলের সঙ্গে সকলের কি এই চুম্বন দৃশ্যে অভিনয়ের রসায়ন মিলে যায়। তা বোধহয় নয়। হলিউডের সুন্দরী নায়িকা ড্রিউ ব্যারিমোর, যাঁকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ চেনেন ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর এক অ্যাঞ্জেল রূপে।

সেই ড্রিউ ব্যারিমোর এবার অকপটে জানালেন মার্কিন অভিনেতা তথা কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলারের সঙ্গে সিনেমার পর্দায় চুম্বনদৃশ্যে অভিনয় করা তাঁর সবচেয়ে পছন্দের। স্যান্ডলারের সঙ্গে ড্রিউ ব্যারিমোর ৩টি বিখ্যাত সিনেমা, ‘দ্যা ওয়েডিং সিঙ্গার’, ‘৫০ ফার্স্ট ডেটস’ এবং ‘ব্লেন্ডেড’-এ জুটি বেঁধেছিলেন।

অ্যাডাম স্যান্ডলারের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় তাঁর পছন্দের বলার পাশাপাশি ড্রিউ ব্যারিমোর এটাও জানিয়েছেন, অ্যাডাম তাঁর খুব ভাল বন্ধু। অ্যাডামের স্ত্রী জ্যাকিও তাঁর কাছের বন্ধু। অ্যাডাম তাঁর এতটাই ভাল বন্ধু যে প্রায়ই তাঁরা কথা বলেন, টেক্সট করেন, দেখা সাক্ষাৎও হয়।

আরেক হলিউড নায়িকা জেনিফার অ্যানিস্টন-এর সঙ্গেও অ্যাডাম বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘জাস্ট গো উইথ ইট’, ‘মার্ডার মিস্ট্রি’-র মত সিনেমা।

ড্রিউ ও জেনিফার এবার একসঙ্গেই অ্যাডামের সঙ্গে একটি সিনেমায় থাকতে চলেছেন। যাতে তাঁরা কে অ্যাডাম স্যান্ডলারের সঙ্গে বেশি সিনেমা করেছেন তার প্রতিযোগিতা বন্ধ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk