Entertainment

নিজের জীবনের ২টি অন্ধকার অধ্যায়ের কথা এতদিন পর স্বীকার করলেন সুন্দরী নায়িকা

ঝলমলে তাঁর জীবন। ডাকসাইটে সুন্দরী নায়িকা হিসাবে সকলে চেনেন তাঁকে। অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর জীবনেও এমন ঘটনা। ভাবতে পারছেন না অনেকে।

Published by
News Desk

ওপর থেকে মানুষের জীবন অনেক সময় ঝলমলে আনন্দময় মনে হতে পারে। কিন্তু সেই মানুষটির জীবনে যে কত ঝড় বয়ে যায় তা হয়তো তাঁর জীবনের অন্দরমহলে উঁকি দিলে তবেই জানা যায়। তেমনই এই নায়িকার জীবন।

ডাকসাইটে সুন্দরী নায়িকা হিসাবে তাঁর পরিচিতি। তাঁর রূপে মুগ্ধ গোটা দুনিয়া। একের পর এক সফল সিনেমার নায়িকা তিনি। কিন্তু সেই নায়িকা এই ৪৮ বছর বয়সে পৌঁছে এবার খোলসা করলেন নিজের জীবনের ২টি ঘটনা।

যে ২টি ঘটনাই তাঁকে শেষ করে দিতে পারত। এমন মানসিক অবস্থা হয়েছিল যে তিনি ২ বার নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

মানুষকে জীবনে সংগ্রাম করতেই হয়। সেই সংগ্রাম দীর্ঘস্থায়ী হয় অনেক সময়। কিছুতেই যেন সব ঠিকঠাক কিছু হতে চায়না। তাঁর জীবনেও এমন সময় এসেছিল।

সে সময় তিনি ২ বার নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেন। একটা আত্মহনন প্রবণ মানসিক অবস্থায় পৌঁছে গিয়েছিলেন তিনি। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনের সেই সব অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খোলেন হলিউডের অন্যতম সেরা নায়িকা ড্রিউ ব্যারিমোর।

অনেকেই ড্রিউ ব্যারিমোরকে চেনেন বিখ্যাত সিনেমা চার্লিস অ্যাঞ্জেলস-এ অভিনয়ের সূত্রে। তবে সেই অন্ধকার সময় কাটিয়ে তিনি বেরিয়েও এসেছিলেন বলে জানালেন ড্রিউ। এখন অবশ্য তিনি ভালই আছেন। তবে নিজের সেই অন্ধকার অধ্যায়টা ভুলতে পারেননি হলিউড সুন্দরী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk