প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ছবি - আইএএনএস
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। ক্ষমতাসীন এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা পর্বের তৃতীয় রাউন্ডের শেষেই মোট ভোটের ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে যান। নিশ্চিত হয়ে যায় তাঁর রাষ্ট্রপতি হওয়া।
ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মু দেশের শীর্ষ সাংবিধানিক পদ অলঙ্কৃত করবেন। তৃতীয় রাউন্ডের গণনার পরই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হচ্ছেন এটা নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিভিন্ন মানুষ তাঁকে সোশ্যাল সাইটে অভিনন্দন জানাতে থাকেন।
বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে অভিনন্দন জানান।
অভিনন্দন জানান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও। দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও একের পর এক ব্যক্তিত্ব তাঁকে অভিনন্দন জানাতে থাকেন।
দ্রৌপদী মুর্মু যে জিতবেন তা কার্যত নিশ্চিতই ছিল। যশবন্ত সিনহা গত ১৮ জুলাই শেষবারের মত বিবেকের ডাকে সাড়া দিয়ে ভোট দেওয়ার জন্য সাংসদ, বিধায়কদের কাছে আবেদন করেন। তবে ভোটের ফল বলে দিচ্ছে প্রায় কোনও লড়াই তিনি দিতে পারেননি।
দ্রৌপদী মুর্মু কিন্তু দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিই হলেন না, সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতিও হলেন তিনি। ৬৪ বছর বয়সে তিনি রাষ্ট্রপতি হলেন।
অন্যদিকে দ্রৌপদী মুর্মু হলেন ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে দ্রৌপদী মুর্মু ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…