Entertainment

ভুলেও ব্রা ছুঁড়বেন না, মহিলাদের অনুরোধ জনপ্রিয় গায়কের

তাঁর ছেলে তাঁর শো দেখতে এসেছে। তাই তাঁর মহিলা অনুরাগীদের একটি অনুরোধ করলেন জনপ্রিয় গায়ক। যা শুনে শ্রোতারা চিৎকার করে উঠলেন।

Published by
News Desk

বাবা স্টেজে গান গাওয়ার সময় স্টেজে একের পর এক ব্রা উড়ে আসে। কোনওটা তার বাবার গায়ে এসে পড়ে। কোনওটা স্টেজের নানা জায়গায় ছড়িয়ে যায়। স্টেজ ভরে ওঠে ব্রাতে। এটা যে কোনও ছেলের জন্যই অস্বস্তিকর। আর সেটা ছেলের জন্য যতটা না অস্বস্তিকর তার চেয়েও অনেক বেশি অস্বস্তিকর বাবার কাছে।

ছেলের সামনে নানা বয়সের মহিলার ব্রা তাঁর দিকে উড়ে আসছে এটা কোনও বাবার জন্যই কাম্য হতে পারেনা। সে তিনি যত বড় গায়কই হোন বা অন্য কেউ।

তাঁর ৫ বছরের ছেলে আগে কখনও বাবার গানের শো দেখতে সরাসরি মঞ্চে হাজির হয়নি। এই প্রথমবার ছোট্ট ছেলেটা বাবার জনপ্রিয়তার আঁচ পাওয়ার সুযোগ পেল। স্টেজে এল বাবার গান শুনতে। যা ওই গায়ককে অনেক বেশি সজাগ করে দিল।

গায়ক গান শুরুর আগেই সামনে থাকা অগুন্তি মহিলা শ্রোতাদের উদ্দেশ্যে এক অনুরোধ ছুঁড়ে দিলেন। জানালেন তাঁরা যেন ভুলেও তাঁদের ব্রা স্টেজে না ছোঁড়েন। তাঁর ছেলে আজ তাঁর সঙ্গে এসেছে।

কানাডার জনপ্রিয় ব়্যাপার ড্রেক লস অ্যাঞ্জেলস-এ একটি কনসার্টে গান শুরুর আগে তাই কোনও মহিলাকে তাঁর দিকে ব্রা ছুঁড়তে মানা করে দিলেন। ড্রেকের যেখানেই কনসার্ট হয় সেখানেই তাঁকে লক্ষ্য করে গানে মাতোয়ারা হয়ে মহিলারা উন্মত্তের মত ব্রা ছুঁড়তে থাকেন।

কিছুদিন আগে মন্ট্রিয়লে একটি কনসার্টে গাওয়ার সময় ওই গায়ক হতাশার সুরে জানান তাঁর সেদিনের কনসার্ট সবচেয়ে খারাপ হচ্ছে। আর সেটা তিনি বেশ বুঝতে পারছেন। কারণ একটি ব্রাও উড়ে আসছে না তাঁর দিকে।

মজা করে বললেও তাঁর কনসার্ট মানেই মহিলা অনুরাগীদের ব্রা তাঁর দিকে উড়ে আসবে এটাই ড্রেকের বিশেষত্ব হয়ে উঠেছে। এবার ছেলে সঙ্গে থাকায় সেই বিশেষত্বের সঙ্গেই আপস করতে বাধ্য হলেন ড্রেক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk