ড্রেক, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @champagnepapi
নানা রকমের রং। নানা রকমের আকার। নানা ধরনের প্রকার। এমন নানা ব্রা বেশ সযত্নে সাজানো রয়েছে মেঝের ওপর। একটার পাশে আর একটা। সারি দিয়ে এমনভাবে রাখা হয়েছে যেন ব্রায়ের প্রদর্শনী। অস্বীকারও করা যায়না। প্রদর্শনী তো বটেই। সযত্নে রাংয়ের বাহার মাথায় রেখেই সাজানো হয়েছে এগুলি।
এগুলি সবই কার্যত পেয়েছেন এক পুরুষ। ১ হাজারের ওপর ব্রা পেয়েছেন একজন পুরুষ! চমকে উঠতেই পারেন। তবে এটাই সত্যি। আর সেই প্রাপ্তির জেরে এখন কার্যত ওই সব ব্রাই তাঁর জিম্মায়।
তাই এই বিরল প্রাপ্তিযোগ মেঝেতে সাজিয়ে তার সামনে দাঁড়িয়ে ছবি দিলেন এক ব়্যাপার। ব়্যাপার ড্রেক হাসিমুখে দাঁড়িয়ে আছেন এই সব ব্রায়ের সামনে। কারণ এই সহস্র ব্রায়ের মালিক আপাতত তিনি। কারণ তাঁকেই তো তা ছুঁড়ে দেওয়া হয়েছে।
ব়্যাপার হিসাবে অত্যন্ত জনপ্রিয় ড্রেক তাঁর নানা কনসার্ট করার সময় তাঁর সেই অনুষ্ঠান দেখতে হাজির হওয়া নানা বয়সের মহিলা সুরের উন্মাদনায় খুলে ফেলেন নিজেদের ব্রা। তারপর তা ছুঁড়ে দেন স্টেজে থাকা ড্রেকের দিকে। এ যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছে তাঁর কনসার্টে।
সেইসব ব্রা পরে কুড়িয়ে নেওয়া হয়। যেহেতু সেগুলি ড্রেকের দিকেই ছুঁড়ে দেওয়া তাই ড্রেক সেগুলি সঙ্গে নিয়ে নেন। এই করতে করতে তাঁর এখন ব্রায়ের সংগ্রহ হাজার পার করেছে। সেইসব ব্রা সাজিয়েই এবার ড্রেক ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা