SciTech

মিলন ইচ্ছুক পুরুষদের এড়াতে ইহলোক ত্যাগের অভিনয় করে স্ত্রীরা

পুরুষরা যদি খুব বেশি রকম মিলনে ইচ্ছুক বলে তাদের মনে হয় তাহলে তাদের থেকে রক্ষা পেতে এরা প্রাণবায়ু ত্যাগের অভিনয় করে পড়ে থাকে।

Published by
News Desk

সে যে প্রাণ‌িই হোক, নারী পুরুষের মিলনই প্রজন্মের পর প্রজন্মকে টেনে নিয়ে চলে। তাদের বিলুপ্ত হতে দেয়না। কিন্তু অনেকসময় এমনও হয় যে পুরুষরা এতটাই কামুক হয়ে পড়ে যে তারা হুঁশ জ্ঞান হারিয়ে লাগামছাড়া মিলনে মেতে ওঠে। যা স্ত্রীদের পক্ষে অনেক সময় সহ্য করা মুশকিল হয়।

এমন কোনও কামুক পুরুষ ড্রাগন ফ্লাইকে দেখলে স্ত্রী ড্রাগন ফ্লাই আর ঝুঁকি নেয় না। এমনিতে তো মিলন এড়ানো সম্ভব নয়। পুরুষ ড্রাগন ফ্লাই তার সঙ্গে মিলন করেই ছাড়বে। একমাত্র যদি না সে ইহলোক ত্যাগ করেছে বলে মনে হয়।

ফলে সেই রাস্তাই নেয় স্ত্রী ড্রাগন ফ্লাইরা। তারা শরীরটা ছেড়ে দেয়। তারপর মাটিতে উল্টে পড়ে যায়। একদম নিথর হয়ে যায় তাদের দেহ।

ফলে পুরুষ ড্রাগন ফ্লাইরা তাদের কাছে এসে মনে করে সেই স্ত্রী ড্রাগন ফ্লাই আর ইহলোকে নেই। তাই তার সঙ্গে মিলনও সম্ভব নয়। এটা দেখার পর সে ফিরে যায়। পুরুষ ড্রাগন ফ্লাইটি চলে গেলেই ফের জেগে ওঠে স্ত্রী ড্রাগন ফ্লাইটি। এভাবে তারা মিলন এড়িয়ে যায়।

এমনটা অবশ্য স্ত্রী ড্রাগন ফ্লাইরা কেবল কামুক ও চরম উত্তেজনায় থাকা পুরুষ ড্রাগন ফ্লাইদের ক্ষেত্রেই করে থাকে। ড্রাগন ফ্লাই ছাড়াও পৃথিবীতে কয়েকটি এমন প্রাণি রয়েছে যাদের মধ্যে স্ত্রীদের এমন অভিনয় করার অভ্যাস আছে।

Share
Published by
News Desk