Entertainment

দূরদর্শন দেখতে আর লাগবে না সেট টপ বক্স

দূরদর্শন দেখার জন্য এখন সেট টপ বক্স লাগে। কিন্তু আর তার দরকার পড়বে না। এসে গেল ছাদ বা দেওয়ালে লাগানো একদম নতুন প্রযুক্তি।

Published by
News Desk

একটা সময় ছিল যখন ছাদের ওপর অ্যান্টেনা আর হাতে করে চ্যানেল ঘোরানো টিভি ছিল ভরসা। সেসব বদলে এখন সেট টপ বক্স ছাড়া গতি নেই। সে কেবল মারফত আসা চ্যানেলই হোক বা ডিশ দ্বারা।

সেট টপ বক্সের মাধ্যমেই ফ্রি টু এয়ার বা পেড চ্যানেল দেখতে হয়। সেই প্রযুক্তিকেও এবার বদলে দিতে চলেছে দূরদর্শন। সরকারি টিভি দূরদর্শনের এখন অনেক চ্যানেল।

প্রতিটি অঞ্চলে আঞ্চলিক ভাষাতেও রয়েছে চ্যানেল। এসব চ্যানেল সবই ফ্রি টু এয়ার। তবে তা দেখতে গেলে এখন সেট টপ বক্স আবশ্যিক। সেটাই বদলে যেতে চলেছে।

দূরদর্শন দেখার জন্য এখন আর সেট টপ বক্স লাগবেনা। সে জায়গায় ডিজিটাল স্যাটেলাইট টিউনার লাগিয়ে নিতে পারলেই হল। যা যুক্ত থাকবে বিল্ট ইন স্যাটেলাইট টিউনারের সঙ্গে।

এই টিউনারগুলিকে ছাদে বা দেওয়ালের গায়ে লাগিয়ে দিতে হবে। তাহলেই টিভিতে সেট টপ বক্স ছাড়াই দূরদর্শন বা সহজ করে বললে ডিডি-র সব চ্যানেল দেখতে পাবেন মানুষ।

আগামী দিনে যাতে টিভি কিনলেই এই প্রযুক্তি পেয়ে যান মানুষ সেজন্য টিভি প্রস্তুতকারক সংস্থাগুলিকেও এই ব্যবস্থা নতুন তৈরি টিভিগুলির ক্ষেত্রে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সেক্ষেত্রে টিভির মধ্যেই স্যাটেলাইট টিউনার যুক্ত থাকবে আগামী দিনে। প্রসঙ্গত এখন দূরদর্শন অ্যানালগ ট্রান্সমিশন পদ্ধতি থেকে বেরিয়ে আসার সবরকম চেষ্টা শুরু করেছে।

Share
Published by
News Desk