World

৭ যাদু স্পর্শে ফের আমেরিকার সিংহাসনে ডোনাল্ড ট্রাম্প

পারলেননা কমলা হ্যারিস। যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তাত্ত্বিকরা দেখছিলেন, তাও প্রায় নস্যাৎ হয়ে গেল। সপ্ত স্পর্শে ঝোড়ো জয় পেয়ে দ্বিতীয়বারের জন্য আমেরিকার সিংহাসনে ডোনাল্ড ট্রাম্প।

Published by
News Desk

ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? আমেরিকার মসনদে কে বসতে চলেছেন? এ প্রশ্ন শুধু আমেরিকার ছিলনা। ছিল গোটা বিশ্বের। মার্কিন নির্বাচনের দিকে নজর ছিল সকলেরই।

কমলার জয়ের জন্য তামিলনাড়ুতে তাঁর মামার বাড়িতে পুজোও হয়েছিল। এমনকি তাত্ত্বিকদের বড় অংশই বলছিলেন একটু হলেও কমলার পাল্লা ভারী। তবে প্রশ্ন ছিল ৭টি রাজ্যকে নিয়ে। যাদের সুইং স্টেট বলা হচ্ছিল।

আমেরিকার এই রাজ্যগুলি যাঁর দিকে তাদের রায় দেবে তিনিই জয়ী হবেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছিল কমলা ও ট্রাম্পের ভাগ্য। আর সেখানে ট্রাম্প ১০ গোল দিলেন কমলা হ্যারিসকে।

কার্যত সুইং স্টেটের ঢালাও ভোটে আমেরিকার মসনদে ফের বসলেন ডোনাল্ড ট্রাম্প। ২৭০-এর ম্যাজিক অঙ্ক অনায়াসেই পার করে যান তিনি। অনেক পিছনে পড়ে যান কমলা হ্যারিস।

জয়ের পর তাঁর প্রথম ভাষণে আমেরিকারবাসীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প কার্যত আমেরিকাকে বিশ্বের শ্রেষ্ঠ দেশে ফের পরিণত করার অঙ্গীকার করেন। যাবতীয় সমস্যা সমাধানের বার্তা দেন।

আমেরিকার প্রেসিডেন্ট পদের অন্যতম কঠিন নির্বাচন বলেও জানান তাঁর ও কমলার লড়াইকে। আমেরিকাবাসী যে তাঁকে বেছে নিয়েছেন এজন্য দেশবাসীকে ধন্যবাদও জানান।

দ্বিতীয়বারের জন্য ফের হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হারের পর ভাষণ বাতিল করে দেন কমলা হ্যারিস। ট্রাম্পের প্রত্যাবর্তনে তাঁর খুশি প্রকাশ করতে ভোলেননি স্পেসএক্স কর্তা ইলন মাস্ক।

Share
Published by
News Desk

Recent Posts