World

প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের একটা প্রশ্ন এখনও ভুলতে পারেননি আধিকারিকরা

প্রেসিডেন্ট থাকাকালীন এই প্রশ্ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যা এখন নাম গোপন রাখার শর্তে সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করলেন ট্রাম্পের এক আধিকারিক।

Published by
News Desk

কর্মরত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট তো কত কিছুই তাঁদের জিজ্ঞাসা করেন। জানতে চান বিষয়টি সম্বন্ধে। সব প্রশ্ন আধিকারিকদেরও মনে থাকেনা। কিন্তু আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্ন এখনও তিনি ভুলতে পারেননি।

নাম গোপন রাখার শর্তে ওই আধিকারিক সেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন সংবাদমাধ্যমের কাছে। ওই আধিকারিকের দাবি, তখন হ্যারিকেন দুরিয়ান আছড়ে পড়েছে আমেরিকার ওপর। ভয়ংকর সেই ঘূর্ণিঝড় সব তছনছ করছে।

সে সময় ট্রাম্প একটা প্রশ্ন তাঁদের করেন। ট্রাম্প জিজ্ঞাসা করেছিলেন যে চিন কি তাদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন হ্যারিকেন তৈরি করতে পারে? ট্রাম্পের ধারনা হয় চিন তাদের প্রযুক্তি কাজে লাগিয়ে এমন ভয়ংকর ঝড় তৈরি করে তা আমেরিকার দিকে পাঠিয়ে দিচ্ছে।

ট্রাম্প সেদিন এমনও ভেবেছিলেন যে প্রয়োজনে তিনি পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে এই ঝড়কে শান্ত করে দেবেন। ওই আধিকারিকের এই ট্রাম্পের প্রশ্ন ফাঁস এখন অন্যতম চর্চার কেন্দ্রে উঠে এসেছে। তাবড় সংবাদমাধ্যমে ট্রাম্পের এই প্রশ্নের কথা প্রকাশিত হয়েছে। যা নিয়ে অনেকেই মুখ টিপে হাসাহাসি শুরু করেছেন।

চিনের কাছে যে এমন প্রযুক্তি নেই তা অবশ্য পরে ট্রাম্পকে জানিয়েছিলেন তাঁর আধিকারিকরা। এটাও তাঁরা ভাবতে শুরু করেন এমন এক উদ্ভট ভাবনা ট্রাম্পের মাথায় ঢোকাল কে? নাকি তিনি নিজেই এভাবে ভেবেছিলেন? এই প্রশ্ন ফাঁসকে সামনে রেখে অবশ্য ফের চর্চায় উঠে এলেন মার্কিন মুকুলের প্রাক্তন প্রেসিডেন্ট।

Share
Published by
News Desk

Recent Posts