World

৭ দেশের পর এবার ট্রাম্পের বিষনজরে কী পাকিস্তান?

Published by
News Desk

ইরাক, সুদান, সোমালিয়া, ইরান, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের পর কী এবার পাকিস্তানের পালা? প্রশ্নটা কিন্তু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। এমন কানাঘুষো হোয়াইট হাউসেও চাউর হয়েছে। ৭টি দেশের শরণার্থীদের মার্কিন মুলুকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। ওবামা ক্ষমতায় থাকাকালীন এই সাতটি দেশকেই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে চিহ্নিত করেছিল তাঁর প্রশাসন। তবে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারির মত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেনি। কিন্তু ট্রাম্প করলেন। যদিও শোনা যাচ্ছে এতে সন্ত্রাসবাদীরা নাকি খুশিই হয়েছে। তবে ট্রাম্প থামতে নারাজ। কার্যত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন তিনি। যার হাত ধরেই পাকিস্তানকে তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে মার্কিন মুলুক। এদিকে ট্রাম্প প্রশাসন এমন একটা কিছু করতে পারে তা গত রবিবার একটি ব়্যালিতে পূর্বাভাস দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বর্তমানে তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান।

 

Share
Published by
News Desk
Tags: Donald Trump

Recent Posts