World

এবার সাংবাদিকদের বিরুদ্ধে মুখ খুললেন ট্রাম্প

Published by
News Desk

পৃথিবীর বুকে সবচেয়ে অসৎ মানুষ হলেন সাংবাদিকরা। এঁরা আপাদমস্তক ভুল খবর পরিবেশন করেন। গণমাধ্যমের সঙ্গে তাঁর যুদ্ধ শুরু হয়েছে। সাংবাদিকরাও যেন ভুল খবর করার ফল ভোগের জন্য তৈরি থাকেন। এদিন খোলাখুলি এই ভাষাতেই সাংবাদিকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিলেন কুর্সিতে ৪৮ ঘণ্টা কাটানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মুহুর্তে লক্ষ লক্ষ মানুষে মাঠ ভরে গিয়েছিল। কিন্তু পরদিন সকালে সংবাদমাধ্যমে দেখানো হল মাঠের অনেক জায়গাই খালি পড়ে আছে। এটা মিথ্যা খবর বলে দাবি করে এদিন সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন কোণায় ট্রাম্পের বিরুদ্ধে মিছিল স্লোগান অব্যাহত। মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসে ধনকুবের ট্রাম্পকেই সে দেশের সবচেয়ে ধিক্কৃত প্রেসিডেন্ট বলে ব্যাখ্যা করছেন অনেকে।

Share
Published by
News Desk
Tags: Donald Trump