World

বছরে ১ ডলার মাইনে নেবেন ট্রাম্প!

Published by
News Desk

দেশের আইন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকেও মাইনে একটা নিতেই হবে। তাই বছরে ১ ডলার মাইনে নেবেন তিনি। কিন্তু তার বেশি এক কানাকড়িও নয়। যদিও ১ ডলারটা ঠিক কেমন দেখতে হয় তা তাঁর জানা নেই। সোমবার একথা পরিস্কার করে জানিয়ে দিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ৭০ বছরের ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।

গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প জানিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হলে ওই পদের জন্য নির্দিষ্ট বাৎসরিক ৪ লক্ষ ডলার মাইনে নেবেন না। সেকথা যে তাঁর নির্বাচনী চমক ছিলনা তা এদিন দেশবাসীর কাছে পরিস্কার করে দিলেন ট্রাম্প। সেইসঙ্গে তিনি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাঁর অনেক কিছু করার আছে। সেজন্য অনেক সময় দেওয়ার প্রয়োজন। তাই প্রেসিডেন্ট পদে থাকাকালীন কোনও বেড়ানোর ছুটি তিনি নেবেন না। পুরো সময়টাই তিনি কাজে ব্যয় করতে চান বলে এদিন পরিস্কার করে দিয়েছেন ডোনাল্ড।

Share
Published by
News Desk
Tags: Donald Trump