World

ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার কোণায় কোণায় বিক্ষোভ

Published by
News Desk

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সুখমুহুর্ত বেশিক্ষণ তারিয়ে তারিয়ে উপভোগ করার সুযোগ পেলেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদে তাঁর নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আগুন ছড়িয়েছে। সিয়াটলে বিক্ষোভ মিছিলে গুলি পর্যন্ত চলেছে বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অকল্যান্ডে ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক, বিক্ষোভের আগুন ছড়িয়েছে দেশের কোণায় কোণায়। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই ছাত্র যুব। সকলের মুখে একটাই শ্লোগান, ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নয়। অনেক জায়গায় ভাঙচুরের ঘটনাও ঘটে। অনেক জায়গায় রাজপথ আটকে প্রতিবাদে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।

সিয়াটল, পেনসিলভানিয়াতে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়। পোড়ানো হয় মার্কিন পতাকা। যদিও কোনও জায়গাতেই পুলিশ কাউকে গ্রেফতার করেনি। কিন্তু ক্ষমতায় এসেই দেশবাসীর একাংশের এমন ক্ষোভ ট্রাম্পের কপালের ভাঁজ পুরু করল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk
Tags: Donald Trump

Recent Posts