World

আর কখনও আমেরিকাকে হুমকি দিলে ফল ভুগতে হবে, প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি

Published by
News Desk

গত রবিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কূটনীতিকদের একটি সভায় মার্কিন মুলুককে হুঁশিয়ারির সুরেই জানান, মার্কিন যুক্তরাষ্ট্র তাঁদের দেশে অস্থিরতা ছড়াচ্ছে। মার্কিন মুলুকের মনে রাখা উচিত ইরানের সঙ্গে শান্তি হল যাবতীয় শান্তির জননী। আর ইরানের সঙ্গে যুদ্ধ হল যাবতীয় যুদ্ধের জন্মদাত্রী।

ট্রাম্প সরকার যে তাদের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া এত বড় হুঁশিয়ারি মেনে নেবেনা তা আন্দাজ করতে পারছিল বিশ্ব কূটনীতিক মহল। হলও তাই। একথা কানে যাওয়ার পর ট্যুইটে পাল্টা কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়ে দিলেন, আর কখনও আমেরিকাকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখালে তার ফল ভুগতে হবে ইরানকে। আর তা এমন হবে যে ইতিহাসে এমন ফল ভোগা আগে কেউ দেখেনি। আমেরিকা সেই দেশ নয় যে ইরানের উন্মত্ত সংঘর্ষ আর মৃত্যুর মন্তব্যের পাশে দাঁড়াবে। তাই সাবধান! যদিও এর পাল্টা কোনও প্রতিক্রিয়া ইরানের দিকে থেকে এখনও আসেনি।

Share
Published by
News Desk
Tags: Donald Trump