World

তাঁর পরমাণু বোমার বোতাম আরও বড় ও শক্তিশালী, কিমকে পাল্টা তোপ ট্রাম্পের

Published by
News Desk

বছরের শুরুতে ঘুরিয়ে মার্কিন মুলুককে হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। পরমাণু বোমার বোতাম তাঁর টেবিলেই সবসময় থাকে বলে নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন কিম। সেই হুমকিতে তাঁর দেশ যে সিঁটিয়ে যায়নি তা পাল্টা স্পষ্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। রীতিমতো তাচ্ছিল্যের সুরে কিম জংকে সচেতন করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কাছেও পরমাণু বোমার বোতাম রয়েছে। আর কিম জংয়ের পরমাণু বোমার বোতামের থেকে আকারে তা অনেক বড় ও বেশি শক্তিশালী। সে কথা উত্তর কোরিয়া প্রশাসনকে মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর পরমাণু বোমার বোতাম যে রীতিমত কাজ করে সে কথাও জানাতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট।

২০১৭-র সেপ্টেম্বরে হাইড্রোজেন বোমা পরীক্ষার পাশাপাশি শেষ কয়েক মাসে একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষা করে দেশের শক্তি জাহির করে চলেছিল উত্তর কোরিয়া। কোনও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই। মার্কিন মুলুককে কিম জং দেখাতে চেয়েছেন তাঁদের ক্ষেপণাস্ত্রের জোর। পাল্টা গর্জন করে বারবার উত্তর কোরিয়ার শাসককে সাবধান করে দিয়েছে মার্কিন প্রশাসনও। ২০১৮-র শুরুতেও ট্রাম্প ও কিমের বাকযুদ্ধের ঠান্ডা লড়াই কোনদিকে মোড় নেয় এখন সেটাই দেখার।

Share
Published by
News Desk

Recent Posts