World

ডোনাল্ড ট্রাম্পের নামে রেল স্টেশন বানাচ্ছে ইজরায়েল

Published by
News Desk

মার্কিন প্রেসিডেন্টের রাতারাতি ঘোষণা তাদের চমকে দিয়েছে। জেরুজালেমকে তাদের রাজধানী হিসাবে ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই একটা ঘোষণা ট্রাম্প প্রশাসনকে কম কোণঠাসা করে দেয়নি। পাশ থেকে সরে গেছে পরম বন্ধু দেশও। রাষ্ট্রসংঘ উল্টো সুর গাইছে। ট্রাম্পের সমালোচনা হয়েছে বিশ্ব জুড়ে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আমেরিকার নিশ্চিত ভোটগুলোও মার্কিন মুলুকের জেরুজালেম নীতির বিরুদ্ধে পড়েছে। যে তালিকায় রয়েছে ভারতের নামও। এত অপমান ট্রাম্পকে সহ্য করতে হয়েছে শুধু ইজরায়েলকে ভালবেসে। সেই ভালবাসার কথা কী ইজরায়েল ভুলতে পারে!

এবার মার্কিন প্রেসিডেন্টকে তাঁর বদান্যতা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তাই নেতানিয়াহু প্রশাসন ঠিক করেছে ডোনাল্ড ট্রাম্পের নামে তাদের দেশের একটি রেল স্টেশনের নামকরণ করবে তারা। স্টেশনটির মাহাত্ম্যও নেহাত কম নয়। ওয়েস্টার্ন ওয়াল স্টেশন। স্টেশনটি সেই জায়গায় অবস্থিত যেখানে আবার প্যালেস্টাইন তাদের অধিকার কায়েম করতে চাইছে। সেই স্টেশনের নাম ডোনাল্ড ট্রাম্পের নামে তাঁরা করতে চলেছেন বলে ঘোষণা করেছেন ইজরায়েলের পরিবহণমন্ত্রী।

Share
Published by
News Desk
Tags: Donald Trump