Entertainment

যখন জলের তলায় নামতে উতলা দিশা পাটানি

Published by
News Desk

জীবনের একটা সময় দিশা পাটানি সমুদ্রের গভীরে ডুব দিয়েছিলেন। তারজন্য তাঁকে শিখতে হয়েছিল স্কুবা ডাইভিং। এটা যে কারও কম্ম নয়। স্কুবা করার জন্য রীতিমত তালিম লাগে। জলের অনেকটা নিচে নামা যায় স্কুবায়। সেখানে জলের চাপ সামলানো, শরীরকে ঠিক রাখা, জলের ওপরে নিচে অনায়াসে যাতায়াত করতে পারা, এসবের জন্য প্রশিক্ষণ লাগে। সেই প্রশিক্ষণ নিয়েছিলেন বলিউড সুন্দরী দিশা পাটানি।

দিশা পাটানির স্কুবা ডাইভিংয়ের স্মৃতি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @dishapatani

দিশার আবার মনে পড়েছে সেই প্রশিক্ষণের দিনগুলোর কথা। তাই সেই সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ২০১৪ সালেই সেই ছবিতে দিশার পরনে রয়েছে একটি প্রাণির ছালের মত দেখতে সুইমস্যুট। সামনে রয়েছে স্কুবা শেখার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। এরমধ্যে মাথায় গোঁজা রয়েছে একটি ফুল। আর তিনি জলে নামার জন্য উতলা। ফের সেই ছবি পোস্ট করে তাঁর ভক্তকুলকে চমকে দিলেন দিশা পাটানি।

দিশা সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাকটিভ। তিনি তাঁর ফিটনেস সম্বন্ধিত নানা পোস্ট বেশি করেন। ছবি শেয়ার করেন। ‘ভারত’ অভিনেত্রীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। দিশার আগামী ছবি এখন মুক্তির অপেক্ষায়। মোহিত সুরি পরিচালিত ‘মলঙ্গ’ সিনেমায় তাঁকে দেখতে পাওয়া যাবে। সিনেমায় রয়েছেন অনিল কাপুর, আদিত্য রায় কাপুর ও কুণাল খেমু-র মত অভিনেতারাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Disha Patani

Recent Posts