ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @dishapatani
গরমের ছুটিতে শরীর জুড়োতে পাহাড়ের দেশে ছুটে যান অধিকাংশ মানুষ। স্বল্প অবসরে কেউ ছোটেন সাগর কিনারে। যেমনটা হালেই সমুদ্রতটে গিয়ে উষ্ণতা ছড়িয়ে এলেন ‘বাগী ২’-এর অভিনেত্রী দিশা পাটানি। যা নেটিজেনদের মনের উত্তাপও বাড়িয়ে দিয়েছেন হুহু করে। সৌজন্যে দিশার কৃষ্ণবরণা মোনোকিনি। সম্প্রতি এই পোশাকেই ইন্সটাগ্রামপ্রেমীদের সরগরম করে রেখেছেন ২৫ বছরের অভিনেত্রী।
দিশাকে সিজলিং মোনোকিনিতে দেখতে হুমড়ি খেয়ে তাঁর পেজে ঢুঁ দিয়ে চলেছেন অনুরাগীরা। লাইকের বন্যা বইয়ে দিচ্ছেন। দিশা জ্বরে কার্যত কাবু জেন ওয়াই প্রজন্ম। এরমাঝেই ফের বোমা ফাটিয়েছেন টাইগার শ্রফের এই বিশেষ বান্ধবী। সোশ্যাল সাইটের পেজে তিনি হাজির হয়েছেন ‘ফিশিং নেট’-এ নিজেকে আপাদমস্তক মুড়ে। ছবিতে স্বচ্ছ জালের অন্তরালে মোহময়ী মৎস্যকন্যার মতই দেখাচ্ছে দিশাকে। তাঁর সেই আবেদনময়ী রূপের ছটায় আপাতত কাবু নব্য প্রজন্ম।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)