Categories: Sports

রাজ্যের সর্বকণিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হল দীপ্তায়ন

Published by
News Desk

দাবায় রাজ্যের ঝুলিতে যোগ হল আর এক নতুন গ্র্যান্ডমাস্টার। রাজ্যের সপ্তম গ্র্যান্ডমাস্টার হলেন দীপ্তায়ন ঘোষ। ভিয়েতনামের হো চি মিন সিটিতে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে এদিন গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য সর্বশেষ নর্মটি সংগ্রহ করে সে।

এদিন ড্র করলেই গ্র্যান্ডমাস্টারহওয়া নিশ্চিত ছিল। হলও তাই। কোনও ঝুঁকি না নিয়ে এদিনের ড্র তাঁকে পৌঁছে দিল অভীষ্ট লক্ষ্যে। দীপ্তায়নের এই সাফল্যে কার্যতই খুশি বাংলার দাবামহল। ইতিমধ্যেই তাকে অভিনন্দন জানিয়েছেন দীব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়রা। কলকাতায় ফিরলে তাঁকে সম্বর্ধনা দেওয়ার কথাও ভাবছে দাবামহল।

Share
Published by
News Desk

Recent Posts