ফাইল : দিলীপ কুমার, ছবি - আইএএনএস
গত ৭ অক্টোবর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁকে মধ্যরাতে লীলাবতী হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন। নিউমোনিয়ায় আক্রান্ত বলিউডের দিলীপ সাহাবকে চিকিৎসকদের কড়া নজরে রাখা হয়। ৯৫ বছর বয়স তাঁর। ফলে এই বয়সে এমন হতেই পারে বলে মনে করছিলেন চিকিৎসকেরা। অবশেষে বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।
তাঁকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বাইরের পরিবেশের থেকে তাঁকে আলাদাই রাখতে বলেছেন তাঁরা। যাতে কোনওভাবে সংক্রমণ না ঘটে।