Entertainment

মধ্যরাতে হাসপাতালে ভর্তি করতে হল দিলীপ কুমারকে

Published by
News Desk

নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। ফুসফুসে সংক্রমণ রয়েছে। গতকাল রাত ১টা নাগাদ তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এমনই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের এক পারিবারিক বন্ধু। দিলীপ সাহাব নামেই পরিচিত দিলীপ কুমারের বয়স এখন ৯৫ বছর। এই বয়সে এমন হতে পারে বলেই মনে করছেন অনেকে।

তাঁকে সর্বদা পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। তিনি ঠিক আছেন। কিছু কাল আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর সুস্থ হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফের একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Dilip Kumar

Recent Posts