Entertainment

ফের হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার

Published by
News Desk

বুকে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বুধবার বিকেলে তাঁকে ভর্তি করা হয়। ৯৫ বছরের দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করার কথা ট্যুইটারে জানানো হয়। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী সায়রা বানু। যেটুকু জানা গেছে, দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল।

গত বছর কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। তারপর বেশ কিছুদিন সুস্থই ছিলেন। বাড়িতেই ছিলেন। অনেকদিনই তিনি বাড়ি থেক বিশেষ বার হতে পারেননা। পরিবারের পক্ষ থেকে তাঁর আরোগ্য কামনা করে প্রার্থনা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Dilip Kumar

Recent Posts