National

হাসপাতালে দিলীপ কুমার

Published by
News Desk

কিডনির সমস্যা ও ডিহাইড্রেশন নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। গত বুধবার সন্ধেয় তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন ৯৪ বছরের এই স্বনামধন্য অভিনেতা।

এদিন সকালে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিকেলের রিপোর্ট চিকিৎসকদের ভাবাচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দিলীপ কুমারের ক্রিয়েটিনিন স্তর ক্রমশ বাড়ছে। রেচনপ্রক্রিয়া প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। যা তাঁর বয়সে অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে।

Share
Published by
News Desk