Sports

তিলোত্তমায় মারাদোনা

Published by
News Desk

রবিবার কলকাতায় পা রাখলেন ফুটবল জগতের কিংবদন্তী দিয়েগো আর্মান্দো মারাদোনা। দমদম বিমানবন্দরে তিনি নামতেই ভেসে গেলেন অনুরাগীদের আবেগ উচ্ছ্বাসে। সঙ্গিনী রোসিও অলিভাকে নিয়ে বিমানবন্দর থেকে গাড়িতে ওঠার আগে ফ্যানকুলের উদ্দেশ্যে ভিকট্রি চিহ্নও দেখান ফুটবলের রাজপুত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশের সঙ্গে আগামী মঙ্গলবার বারাসাত স্টেডিয়ামে তিনি এক প্রীতি ম্যাচ খেলবেন। তার আগে সোমবার বিধায়ক সুজিত বসুর বিশেষ অনুষ্ঠানে যোগদেন ফুটবলের রাজপুত্র। সেখানে নিজের একটি মূর্তির আবরণ উন্মোচনও করেন মারাদোনা। পা ঠেকান ফুটবলেও। বিশ্ব ফুটবলের এই মহাতারকা জানান, ভারত একটি আবেগপ্রবণ ফুটবলের দেশ। কলকাতা তাঁর কাছে খুব স্পেশাল এবং এই শহর ঘিরে তাঁর বেশ কিছু দারুণ স্মৃতি রয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts