Sports

মারাদোনার পেটে অস্ত্রোপচার সফল

Published by
News Desk

বিশ্ববরেণ্য ফুটবল তারকা দিয়েগো মারাদোনার পেটে অস্ত্রোপচার সম্পূর্ণ সফল। রবিবার তাঁর পেটে অস্ত্রোপচার হয় আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের একটি ক্লিনিকে। পেটে রক্তক্ষরণ নিয়ে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হন ফুটবলের রাজপুত্র। পরীক্ষার পর তাঁকে তখনকার মত ছেড়ে দেওয়া হয়। তারপর রবিবার হল তাঁর পেটের অস্ত্রোপচার। অস্ত্রোপচার সম্পূর্ণ সফল বলেই জানিয়ে তাঁর বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীদের আশ্বস্ত করেন মারাদোনার আইনি প্রতিনিধি।

আপাতত কয়েকটা দিন তিনি ক্লিনিকেই ভর্তি থাকবেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকদিন পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। তখন তিনি ফের মেক্সিকোর যে ক্লাবে কোচিং করান সেখানে যোগ দিতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts