Sports

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মারাদোনা

Published by
News Desk

শুক্রবার পাকস্থলীতে রক্তক্ষরণ নিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তী ফুটবলার মারাদোনা। ফুটবলের রাজপুত্রের হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ ছড়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তকুলে। তাঁর মেয়ে দালমা সোশ্যাল সাইটের মাধ্যমে সকলকে নিশ্চিন্ত করেন মারাদোনার অসুখ গুরুতর নয়। তবে তাঁর বাবার সঙ্গে তাঁর ছোটবোন জিয়ানিনা আছেন। বাবাকে ছাড়লে তাঁকে নিয়েই বাড়ি ফিরবেন জিয়ানিনা।

দীর্ঘসময় অবশ্য ৫৮ বছরের দিয়েগো মারাদোনাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়নি। চিকিৎসকেরা তাঁকে অনেকটা সুস্থ করে শনিবারই ছেড়ে দেন। এখন সুস্থ আছেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে তাঁকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts