Sports

হাসপাতালে মারাদোনা, পাকস্থলীতে ক্রমাগত রক্তক্ষরণ

Published by
News Desk

আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের একটি হাসপাতালে ভর্তি করা হল বিশ্ব ফুটবলের উজ্জ্বলতম তারকা দিয়েগো আরমান্দো মারাদোনাকে। তাঁর পাকস্থলীতে রক্তক্ষরণ হচ্ছে। এই অবস্থায় গত শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫৮ বছরের মারাদোনার একটি ছোট অপারেশন হতে পারে বলে খবর। খুব স্বাভাবিকভাবেই মারাদোনার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে আর্জেন্টিনা তো বটেই, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর আপামর অনুরাগীর মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাঁরা জানাতে চান কেমন আছেন ফুটবলের রাজপুত্র।

মারাদোনার মেয়ে দালমা বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তাঁর বাবা ভাল আছেন। চিকিৎসা চলছে। তাঁর বোন জিয়ানিনা মারাদোনার সঙ্গে আছেন। বাবাকে সুস্থ করেই সে বাড়ি ফিরবে। তবে মারাদোনার হাসপাতালের ছবি তিনি প্রকাশ করতে চাননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts