ফাইল : দিয়া মির্জা, ছবি - আইএএনএস
কিশোরী থেকে তরুণী, অনেকেই কম বয়সে রোড সাইড রোমিওদের দ্বারা নানাভাবে উত্যক্ত হন। খারাপ লাগলেও অনেক সময় বিষয়টি এড়িয়ে যান তাঁরা। কখনও লোকলজ্জা, কখনও বা ভয় থেকে এমনটা করে থাকেন। অভিনেত্রী দিয়া মির্জা কিন্তু একটু অন্যপথে হেঁটেছিলেন সেদিন। দিয়া জানান, তখন তাঁর কম বয়স। হায়দরাবাদে যেখানে তিনি থাকতেন সেই বাড়ির পিছনের দিকের একটি রাস্তায় একবার এক যুবক তাঁকে উত্যক্ত করা শুরু করে।
দিয়া একদিন ঘুরে দাঁড়ান ওই যুবকের দিকে। তাকে কাছে ডাকেন। তারপর জিজ্ঞেস করেন তার নাম কি? সেই প্রশ্নের সেদিন কোনও উত্তর দিতে পারেনি ওই উত্যক্তকারী যুবক। পরে অবশ্য আর উত্যক্তও করেনি। একটি এনজিওর অনুষ্ঠানে হাজির হয়ে দিয়া নিজের সেই অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন।
দিয়া মির্জা বলেন, এই প্রতিবাদে লজ্জার কিছু নেই। একজন উত্যক্তকারীর প্রতিবাদ করতেই হবে। সব মেয়েরই উচিত এভাবে ঘুরে দাঁড়িয়ে উত্যক্তকারীকে যোগ্য জবাব দেওয়া। প্রাক্তন ভারত সুন্দরী তথা প্রাক্তন মিস এশিয়া প্যাসিফিক দিয়া আরও বলেন, উত্যক্ত করার চেষ্টা একটা প্রবণতা। যা এক এক সময়ে মহিলাদের সঙ্গে হওয়া চূড়ান্ত অপরাধ পর্যন্ত পৌঁছে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা